বিশ্ব জননী কাঁদিছে নীরবে ফেলিছে চোখের জল I
আর কতকাল কাঁদাবি এভাবে ওরে হায়েনার দল I
অস্ত্র হাতে অসুর মেনেছে, অসহায় বিনাশে তারা I
কাটছে মানুষ খাচ্ছে রক্ত, হচ্ছে কারা স্বজনহারা I
মারতো যেথায় নিরীহ পশু, মারছে মানুষ সেথায় I
স্বজনহারা দুধের শিশু মরছে কেন ক্ষুধার জ্বালায় ?
কোন নেশাতে মত্ত পৃথিবী খেলছে কেন রক্ত হোলি?
বন্ধ কেন বিবেক দুয়ার কেন রক্তে ভেজা অন্ধগলি ?
জাত নিয়ে কেন খুনোখুনি জাতের নামে বজ্জাতি I
জাত বেজাতের অন্ধ লড়াই কোন ধর্মে দেয় সম্মতি?
এই পৃথিবীর পান্থশালায় কত কি যে দেখা যায় I
কেউ খাবার ডাস্টবিনে ফেলে কেউ খুঁটে তা খায় I
কোথায় ধর্ম কি আছে তাতে চেয়ে দেখ মানবের মাঝেI
জীব সেবায় শ্রেষ্ট ধর্ম জীবনে মরণে প্রতিদান আছেI
ধর্ম তো আর বন্দী থাকে না, শুধুই বই এর মাঝে I
আল্লাহ্ ভগবান দূরেতো নয়, মানবের মাঝেই আছেI
বেদ বাইবেল গীতা কোরান কখনো করেনা হানাহানি!
তাদের নিয়ে রক্তখেলা,এটা কি নয় শুধু মূর্খের মূর্খামি ?
-:- -:- -:- -:- -:- -:-
-:- -:- -:- -:- -:- -:-