বঙ্গদেশের বিদ্যাসাগর বিদ্যার আধার তুমি
তোমার বর্ণে বর্ণ চিনেছি বঙ্গদেশের আমি!
শুধু আমি নই আমার মত লক্ষ কোটি ছেলে
তোমার স্বরে সুর পেয়েছে বাংলার সব ছেলে

তোমার ভাষায় মাকে ডাকি তোমার স্বরে গায়
এই পৃথিবীর যত চাওয়া তোমার ভাষায় চাই!
ঈশ্বরের হাতে গড়া ঈশ্বর চন্দ্রের আলোয় পড়া
বর্ণের সাথে পরিচয় করিয়ে করলে মানুষ গড়া!

কোমল হৃদয় করুণাসিন্ধু অগাধ দয়ার সাগর
মনের কোণে মায়ার ভান্ডার দানে মহাসাগর
বিদ্যদেবীর বরপুত্র আধুনিক শিক্ষার অগ্রদূত
বাংলা ভাষায় তোমার বর্ণ এনেছে নবরূপ!
               -: :- -: :- -: :-
               21/08/2019