আজ নেই তুমি আমাদের মাঝে, রইল শুধুই গান
সাত দশকের সুর সম্রাজ্ঞীর আজ জীবনাবসান।
তেরোতে সুরের শুরু বিরানব্বইয়ে এসে শেষ
পেয়েছিলে নানান সম্মাননা ধন্য হয়েছে দেশ!
কাঁপিয়েছো দেশ, মাতিয়েছে ভুবন, সুরের মূর্ছনায়
সুরের জাদু মুগ্ধ করেছে, ভরে গেছে বেদনায়,
তোমার কণ্ঠে সুর পেয়েছে, ত্রিশ হাজার গান
তোমার সুর ভরিয়েছে ভুবন গানই অন্তপ্রাণ।
তোমার সুরে স্থান পেয়েছে আটত্রিশ রকম ভাষা
বীর সেনানী গানের মাঝে পেয়েছে লড়ার আশা।
তোমার সুরে জল এসেছে জহরলালের চোখে
সুরের মায়া ছড়িয়ে ছিল, ওই মায়াবিনী মুখে!
গুন গুন সুরে বেজে ওঠে গান, পথে - ঘাটে, বাসে
শিশির ভেজা শীতের সকালে অথবা দিনের শেষে
প্যারেডের মাঠে, কৃষকের মুখে, শ্রমিকের ঠোঁটে গান
সবার মাঝে সুর পেয়েছে, তোমার সুরে গাওয়া গান।
প্রেমিক পেয়েছে প্রেমের ছন্দ বিরহে প্রেমের সুর
সেতারে বাধা সুরের পরশ ছড়িয়েছে বহুদূর।
নীল দিগন্তে তারার মেলায় মিলিয়ে গেছে গান
সুর আছে ওই আকাশের মাঝে তোমার অবদান!
কাঁদছে ভক্ত তোমার জন্য আট হতে আজ আশি
নিরবে সরবে কাঁদছে দুয়ারে, সকল ভারতবাসী।
বিদায় সুর সম্রাজ্ঞী, বেদনা চিত্তে বিদায় জানায়
স্বর্গে থেকো শান্তির নীড়ে, সুর সাধনায় স্বমহিমায়!
-:-:-:-:-:-:-:-:-
06-02-2022