এই বুঝি রাজনীতি নীতিহীন নেতারা I
জনগণ ছাইপাস ভোট বেঁচে বেটারা I
মুখে বুলি বড় বড় কাজে তারা ভন্ড I
টাকা পেলে ঝেপে দেয় কাজ হয় পন্ড I
রাতে দিনে হয়রানি ধুঁকে মরে জনগণ I
নেই নীতি ভালো কাজে কু কাজে প্রাণমন I
নেই কাজ খই ভাজ আজ কাল দেশেতে I
বাবুরা হেঁটে চলে গিরগিটির বেশেতে I
লাল ভাবে নীল ভালো নীল খোঁজে গোলাপি I
সাদা কালো চেয়ে দেখে চেপে যায় বিলাপি I
মিলে মিশে একাকার ন্যায় আর অন্যায় I
ন্যায় নীতি ভেসে গেছে বিবেকের বন্যায় I
-:- : : - : : - : : - : : -:-