ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও ওই বধির অট্টালিকা
টাকার খাঁচায় বন্দী যেথায় উদার মানবিকতা I
কাস্তে হাতুরী কোদাল নিয়ে গুঁড়িয়ে দাও তাকেI
ভদ্রবেশী মানবিকতাহীন ওই রক্ত চোষক টাকেI
জীবনের চেয়ে যাদের কাছে টাকার মূল্য বেশিI
রক্ত চোষা কসাই তারা, ওই পোশাকী ছদ্মবেশীI
ওই গগনচুম্বী অট্টালিকা রক্তের ভিতে গাঁথা I
চোখের জলে ভিজেছে মাটি হাজার মর্মব্যাথাI
কি হবে আর ওসব রেখে, ওই বধির যন্ত্রটাকেI
যুগ যুগ ধরে যন্ত্রণা দেয়, ওই গরীব দুঃখী টাকেI
মানুষ এখন মানুষ নেই আর পশুর অধম বটেI
মানুষ ঠকানোর ফন্দিফিকির প্রতিনিয়ত ঘটে i
টাকা নেই যার নেইতো কিছু কে আছে তার সাথেI
যার ঘরে সে পাঠ খেটে খায়, সেই থাকে না সাথে I
মনুষ্যত্ব আজ বিপন্ন প্রায়, বিবেক বুদ্ধি গেছে মরে I
মনুষ্যত্বের মৃত্যু ঘটেছে, কঙ্কাল আছে পোশাক পরেI
ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও ওই এমনই অট্টালিকাI
যেথায় জীবনবিহীন যন্ত্র থাকে মানুষ পিপিলিকাI
- - - - : : : - - - -