সঙ্গী কেবল কাস্তে কোদাল মন টেকেনা ঘরে
মাথার উপর চড়াও রোদ তবুও মাঠের পরে।
শুকিয়ে গেছে মাঠের মাটি নেতিয়ে পড়েছে গাছ
ধুঁকছে মাঠে নবীন ফসল চাষীর মাথায় বাজ।

পুড়ছে ফসল প্রচণ্ড তাপে বৃষ্টির দেখা নাই
ঘামে ভেজা খামে দিলাম চিঠি মেঘের সীমানায়।
প্রিয় মেঘ ছড়িয়ে পড়ো সারা আকাশের বুকে
বৃষ্টিবিহীন গাছপালা ফসল মরছে মাঠে ধুঁকে।

ও মেঘ তুমি ছড়িয়ে পড়ো সারা আকাশ জুড়ে
বাজিয়ে দামামা মুষলধারে বৃষ্টি পড়ুক ঝরে।
শীতল করো তপ্ত বসুধা আকাশ ভাঙ্গা বৃষ্টি দিয়ে
মৃত কানন সজীব হোক বৃষ্টির ছোঁয়া পেয়ে।
                   :-:-:-:-:-:-:-: