মাছে ভেজাল গাছে ভেজাল ভেজাল মাঠের ধানে
সবজি ভেজাল পুষ্টি ভেজাল ভেজাল মিঠে পানে
দেশে ভেজাল দশে ভেজাল ভেজাল এখন প্রেমে
ভেজাল বিহীন অচল দেশে ভেজাল নানান নামে
ধর্মে ভেজাল কর্মে ভেজাল ভেজাল দেখি হাসিতে
কান্নায় ভেজাল আবেগে ভেজাল ভেজাল বাঁশিতে
শাসনে ভেজাল শোষনে ভেজাল ভেজাল আইনে
মুদিতে ভেজাল ঔষুধে ভেজাল ভেজাল লাইনে
পেশায় ভেজাল পোশাকে ভেজাল ভেজাল দেশে
ভেজাল চিন্তা ভেজাল চেতনা ভেজাল ভাবাবেশে
শিক্ষায় ভেজাল শিল্পে ভেজাল ভেজাল চেতনায়
চিকিৎসায় ভেজাল পণ্য মানুষ ভেজাল ভাবনায়!
ভেজাল কোর্ট অফিসে ভেজাল আদালত জেলখানা
দুনিয়া জোড়া ভেজাল, নাই ভেজাল বিহীন কারখানা!
                    -: :-: :-: :-: :-
                   28/09/2019