আল্লাহ ভগবান ঈশ্বর নামে যাকে ডাকে যেই জন
মত আলাদা পথ আলাদা উপাস্য সেই একই জন
যুগ যুগ ধরে হাজার ব্যবধান ভালো আর শুধু মন্দ
বিভেদ নেই তো কোন চাওয়াতে ভাষাতে যত দন্দ
মসজিদে অথবা মন্দিরে যাও ডাকো খোদা ভগবান
কারোর ডাকে দেবে না সাড়া যদি না থাকে ঈমান!
মানুষকে যদি মানুষ ভাবো, সব প্রভুরায় তুষ্ট হয়
মানুষের খুনে প্রভুর সেবা, প্রভু তাতে খুব রুষ্ট হয় !
এদেশ আমার দম্ভে মাতিয়া করো রকমারি বাহাদুরি
রক্তের জোরে দুনিয়া কাপাইয়া হয়ে উঠো অহংকারী
চিরস্থায়ী নয়তো শক্তি, উত্থান পতন জীবনের ধর্ম
ক্ষমতার দম্ভে কেন মাতো ভাই কেন করো অপকর্ম ?
-: :-: :-: :-