ভোর হলো দার খোল
দেখো রঙ্গীন এক আকাশI
শোন আজান ডাকে পাখী
বহে শীতল স্নিগ্ধ বাতাস I
উঠ সবে পড় নামাজ
করনা কখনো অবহেলা I
এই পৃথিবী স্থায়ী তো নয়
শুধু আসা যাওয়ার খেলা I
দুই দিনের এই রঙ্গীন পৃথিবী
সব অস্থায়ী মেহমান I
দম ফুরালেই যেতেই হবে
হবে জীবনের অবসান I
বাড়ী গাড়ী টাকা কড়ি
তোমার সবই পড়ে রবে I
পরকালের ডাক এলে গো
সব ছেড়ে যেতে হবে I
কোথায় রবে সাধের বাড়ী
কোথায় থাকবে মানিক্যহার I
স্বাস ফুরালেই সবই বেকার
কিছুই রবেনা তোমার I
নামাজ পড়ো রোযা রাখ
কোরআন পড়ো ঈমান দিয়ে I
সঙ্গের সাথী এরাই হবে
সঠিক পথে যাবে নিয়ে I
জীবন গড় পরকাল ভেবে
শুধুই জীবনকে ভালোবাস I
এই পৃথিবীর স্মৃতির মাঝে
যেন বারেবারে ফিরে এসোI
--------:::---------
13/07/2016 সকাল 5.21