মেঘলা আকাশ নোনা বৃষ্টি নয়নে বরোষা
দু চোখে শ্রাবণ নিয়ত প্লাবন বহিছে সহসা
আসামে চলছে অসাম্য ভু-স্বর্গ রক্তে লাল
কাশ্মীরে জ্বলছে চিতা বেনিয়মের দাবানল!

দোষ দেবে কার বন্ধুসকল, ভাগ্য না বিধাতার
নেই কি বোঝার দেশের মাঝে কোন অবতার ?
এদেশ ওদেশ সারা পৃথিবী শুধু লুটে নিতে চাই
মধ্যে বসে অসহায় মানুষ নীরবে মার খায়

দু দেশ হতে রোজ, গোলা গুলি ধেয়ে আসে
মনে হয় পাশাপাশি দুটি দেশ খুব ভালোবাসে !
রকেটের দাবানল দিবানিশি ভাসে আকাশে
অসহায় মুখগুলি সব নিয়ত থাকে উপবাসে!

ভাবে না তাদের কথা নিজের বোঝা চাপিয়ে দেয়
মায়ের হতে দুধের শিশু সুযোগ বুঝে ছিনিয়ে নেয়।
ধর্ষিত হয় সকল নারী বন্ধু অথবা শত্রু দ্বারা।
বলতে পারো নারীর কাছে আসল বন্ধু কারা ?
                        -: :- -: :- -: :-
                        22/09/2019