এদেশ ও তো আমার বন্ধু, আমার ও জন্মভূমি
বললে কি আর যাব চলে ভাবলে কিভাবে তুমি ?
এদেশ আমার জন্মভূমি, চৌদ্দ পুরুষের ভিটে
ধূলিকনাও জানে সেকথা, খোদায় ওই পথেঘাটে!
এদেশের মাটিতে মিশে আছে দেখ আমার রক্তকনা
সাক্ষ্য দেবে চন্দ্র সূর্য্য, এদেশের সকল ধূলিকণা!
আমার ঘামে ভিজেছে মাটি হাজার লক্ষ্য বছর ধরে
জানে সেকথা লাঙল মাটি,পদচিহ্ন পথের পরে !
আমরাও লড়েছি বেনের বিরুদ্ধে, এনেছি স্বাধীনতা
ভাবছো কি তুমি ক্রীতদাস আমরা, এখনো পরাধীনতা ?
অন্ন বস্ত্র চাই বাসস্থান, ধর্মের লড়াই কখনো চাই না
মানবতা বাঁচুক মানবের মাঝে ভাঙ বিভেদের আয়না
ভেঙে দাও যত বিভেদের প্রাচীন মুক্ত করো উদার মন
দানবকে শুধু মানব বানাও, বিবেক নাড়াও সর্বক্ষণ
এদেশের মাটি সকলের জন্য আমার যেমন তোমারও
সকল মহামানবের পুণ্যভূমি, বন্ধু এদেশ আমারও!!
-: :- -: :- -: :-
03/07/2019