দেখেছো কি রক্তের নদী শুনেছ কি শিশুর কান্না
বুকের পাঁজর পিষে ছুটছে দানব বর্বরতা আর না।
লাল রক্তে ভেসেছে মাটি, অসহায় শিশুর খুনে জাগেনা বিবেক রুদ্ধ দুয়ার শিশুর আর্তনাদ শুনে।
আকাশের বায়ু ভারাক্রান্ত, বাতাসে মিশেছে বিষ
ঢেলেছে বিষ বিশুদ্ধ বায়ুতে প্রতিনিয়ত অহর্নিশ।
বারুদের গন্ধ বাতাসের বুকে মাটিতে মৃতের ছাই
স্বর্গ নরক পথের দুই পাশে, যেন মাটির সীমানায়।
শিশুর জানাযা হয়না জমিনে, জমিন শ্মশান প্রায়
শিশুর কবর খুঁড়ছে পিতা এক বুক চাপা শূন্যতায়।
ছড়িয়ে পথে মরদেহ, শৃগালে টানে শিশুর লাশ
পুড়ছে গাজা বারুদের আগুনে নারকীয় সন্ত্রাস।
কত শিশু মারবে দুহাতে, শিশুর খুনে ভরবে নদী ?
নাফ ফুরাতে মিশলে রক্ত, রক্তধারা থামবেও কি ?
কত ইতিহাস রক্তাক্ত হবে চলার হাজারও ভুলে
খুঁজবে না ভুল দিনের আলোয় রাঙ্গা হাত তুলে।