এসো বাগদেবী বীণাপাণি বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী
শ্বেতপদ্মে সাজিয়েছি আসন তখনও উঠেনি রবি।
জ্ঞান বিদ্যা সংগীত দাও বিদ্যার দেবী সর্বশুক্লা মা
ঘুচিয়ে দিও অজ্ঞানতার আঁধার, সকল অন্ধতা।

শিক্ষা দাও গো বিদ্যার দেবী দাও জ্ঞানের আলো
হৃদয় গহব্বরের অন্ধকুপে জ্ঞানের আলো জ্বালো
শিক্ষার বুকে উই ধরেছে ঘুন ধরেছে আলমিরাতে
কলঙ্কিত শিক্ষা ব্যবস্থা হাজার কলঙ্কের কালীমাতে

বাজাও তোমার সুরের বীণা এক মধ্য নিশি রাতে
সমাজ পায় সুস্থ্য শিক্ষা প্রতি রোদ ঝলমল প্রাতে।
এসো মা এই ধরার বুকে পূর্ন করো সকল আশা
ঠাঁই দিও মা চরণ তলে পায় যেন তব ভালোবাসা।

সকল বেদনা বিদূরিত করো শুক্লা পঞ্চমী তিথিতে
সাজিয়েছি ফুলে শ্বেতপদ্ম গভীর সংযম রীতিতে।
শ্বেত রাজহংস দেবীর বাহন শ্বেতপদ্ম তোমার প্রিয়
অন্তর হতে অঞ্জলি দিলাম আদর সোহাগে নিও।
                     :-:-:-:-:-:-:-: