হে চির বিদ্রোহী বিপ্লবী বীর আবার এসো ফিরে
সবুজ ঘেরা পথ পেরিয়ে এই বাংলার সেই ঘরে
উনিশ শতকের পথ মাড়িয়ে লাখো মানুষের ভিড়ে
এসেছিলে তুমি চুরুলিয়ার দারিদ্রতা ঘেরা নীড়ে

সুখের দেখা মেলেনি স্বপনে সুখ জীবনে ক্ষীণ
বেদনার ডালা বয়েছো কেবল জীবনে অন্তহীন
এসেছিলে এই দেশে একশো একুশ বছর আগে
ক্ষুধার জ্বালা অবহেলা লাখো বেদনার অনুরাগে

জাতের বেড়াজাল ছুত মার্গ মনে পায়নি স্থান
মসজিদে তুমি মন্দিরে তুমি, তোমার বাসস্থান
গেয়েছো গজল শ্যামা সঙ্গীত মহামিলনের বাণী
ধর্মের থেকে করেছো কেবল মানবতা আমদানি

আকাশ বাতাস ভরিয়ে দিয়েছে নানা সুরের গান
চাষী পেয়েছে চাষের মন্ত্র,  শ্রমিক পেয়েছে প্রাণ
লেটোদল পেয়েছে নাচের ছন্দ, সঙ্গে স্বরলিপি
তোমার শব্দে লুকায়িত হাজার আবেগ অনুভূতি

তোমার শব্দে সুর বেধেছে প্রতিবাদের যত ভাষা
শোষিত যারা শোষণ যন্ত্রে পেয়েছে বাঁচার আশা
বঞ্চিত পেয়েছে প্রতিবাদের ভাষা বিপ্লবী প্রতিরূপ
প্রেম প্রকৃতি প্রতিবাদে তোমার অবদান অপরূপ

হাসি আনন্দ দুঃখ বেদনায় প্রতিবাদ প্রতিরোধে
তোমার বাণী শত যুগ শ্রেষ্ঠ প্রয়োজনে অগ্রভাগে
বিরহ বেদনা ভ্রান্তিবিলাস শোষণ বঞ্চনা অন্যায়
প্লাবিত হয়েছে সারা বিশ্ব তোমার শব্দের বন্যায়

ধর্ম সমাজ যেথায় দেখছো অন্যায় আর অবিচার
তোমার কলম ছুটেছে সেথায় চেয়েছে প্রতিকার
কারাগারে বসে গেয়েছো তুমি কারা ভাঙার গান
শিকল পরে ওই শিকল ভাঙ্গার করেছো আহ্বান

ডুবছে যখন শোষিত সমাজ কালের অন্ধকারে
বাজালে বিষাণ সাবধানী সুর অগ্নিবীণার তারে
রক্ত পিপাসু ব্রিটিশ বেনিয়া ভাবখানায় সর্বগ্রাসী
রূপকে তোমার আবেদন "আসবে কখন সর্বনাশী"
                        -:-:-:-:-:-:-