ওপারে তুমি এপারে আমি মধ্যে শত ব্যবধান।
তোমার মাঝে রয়েছে ভালো লাগার উপাদান।
অজানা আকুতি মনে, আছে না পাওয়ার ভয়।
এই বুঝি তোমায় হারাবো হবে স্বপ্নের পরাজয়।
মনের গহনে বেঁধেছ বাসা অজানা অনুরাগে।
পিয়াসী চোখে নিয়ত নতুন নানান স্বপ্ন জাগে।
তোমার দুহাতে সাজাও যদি স্বপ্নের কুড়ো ঘর।
নতুন আলোকে তোমার চোখে স্বপ্ন সওদাগর।
কি জানি কোন টানে, উদাস মনে তোমায় চাই।
মন ছুটে তোমার কাছে,আমার দেহে বসে নাই।
কি করে এড়াবো বলো ভালোবাসার হাতছানি।
তুমি বিনা জীবন আমার যেন ঐ শুন্য মরুভূমি।
-: :- -: :- -: :-
০৯/০৬/২০১৯