বস্তির বুকে আজো হাহাকার একটি রুটির জন্য
একমুঠো মুড়ি এক গ্লাস জলে তপ্ত দুপুর পূর্ন।
ছেড়া জামা গায়ে হাটে খালি পায়ে পথে
একটি রুটি জোটে না তবুও শুষ্ক দুটি হাতে।

এ বাড়ি ও বাড়ি এ পাড়া সে পাড়া ছুটে যায়
ফোসকা পড়ে ছোট্ট পায়ে বুক ফাটে তৃষ্ণায়।
হাত বাড়ায় না খাবার হাতে, হাত তুলে গায়ে
হাত বুলায় মাথার উপর এক টুকরো রুটি দিয়ে।

দুর দুর করে তাড়ায় কেবল সবাই ভাবে চোর
কেউ বোঝেনা ক্ষুধার্ত পেটে রাত্রিটা হয় ভোর।
আঁধার যত গভীর হয় যন্ত্রনা কেবলই বাড়ে
ক্ষুধার জ্বালা মশার কামড় মরনের ফাঁদে পড়ে।

রাত্রি নিবাস গাছের তলায় পরিত্যক্ত ঘরে
ছেড়া বস্তা শীতের সঙ্গী সিক্ত মাটির পরে।
কত পথ শিশু পথে হারায় কেউ রাখেনা খোঁজ
চায় এক টুকরো রুটি, চাইনা তো ভুরিভোজ।

সুট কোট টাই পরা মানুষ পথে চলে হাজার
ব্যস্ত শহরে নেই ফুরসৎ শুধু ফিরে দেখবার।
আঁধার যাদের নিত্যসঙ্গী দিন কাটে ক্ষুধায়
পুঁজিবাদী সমাজের আজো হয়নি বোধদয়।
                  :-:-:-:-:-:-: