কষ্ট পেতে পেতে যে মন কঠিন শিলায় পরিণত হয়েছে, কষ্টকে তার কিসের ভয়!
শিলা ক্ষয়ে ক্ষয়ে বৃথা ভাস্কর্ষ বানিয়ে,
কি দরকার সময় অপচয়ের।
যেখানে মন পুড়ে পুড়ে নিষ্প্রাণ এক ভাস্কর্য হয়েছে,
পেয়েছে শিলার প্রাণহীন এক আকার।
তবে কি দরকার ঢাকঢোল পিটিয়ে
সবাই কে জানানোর আমিতো বেঁচে আছি,
তবে মানুষ হিসেবে নয় কঠিন শিলা বা
মাটির ভাস্কর্যের বেশে।
কি দরকার বৃথা জীবন্ত মানুষ বলে
নিজেকে দাবি করার,
যদি ব্যর্থতার গ্লানি মুছে মেরুদণ্ড সোজা করে
দাঁড়াতে নাই পারি।
যদি সময়ের তালে তাল মেলাতে ক্লান্ত হয়ে পড়ি
বা সময়ের স্রোতে গা ভাসিয়ে নিজেকে
পরিবর্তন করতে নাই পারি,
তাহলে সময়ের ফেরাফিরিতে একদিন
হয়তো সময়ই প্রশ্ন ছুড়ে দিয়ে বলবে,
কি দরকার এভাবে ভাস্কর্যের মতো বেঁচে থাকার?
কি দরকার সৃষ্টির সেরা জীব বলে
নিজেকে দাবি করার?
সময়ের পরিক্রমায় কাল বিলম্ব না করে
কষ্টকে ছায়া মেনে, জীবনের দিক পরিবর্তিত
করে এগিয়ে চলার নামই জীবন।
পরাজয় মেনে কষ্টকে সাথী করে,
পথভোলা পরাস্ত সৈনিক এর মতো জীবন
এতো জীবন নয়।
এতো শিলাময় বেঁচে থাকা
প্রাণহীন, হৃদ স্পন্দনহীন এক ভাস্কর্য জীবন,
এতো শিলাময় এক জড় জীবন।