ভালোবাসা না হয় বৃষ্টি হয়ে ঝড়ে পড়ুক
বাদলের হাওয়া মন মাতানো সৌরভ বয়ে আনুক,
মেঘ না হয় বজ্র হুংকার দিয়ে গর্জে উঠে বলুক
কতোটা গভীর ছিলো তোমাকে পাওয়ার ইচ্ছে।
বৃষ্টি বলয় তোমার চারদিকে বেষ্টনী দিয়ে জানান দিক
এই পরিধির ভিতরে তোমার থাকা চাইই চাই,
যেনো ঝড়ো হাওয়া শেষে সাত রঙ্গা ঐ রংধনুটা
একসাথে দুচোখ ভরে অবলোকন করতে পারি।
দুপায়ে আলতা রাঙ্গিয়ে দু'কদম দূরে গিয়ে
খোলা আকাশের নিচে কাকভেজা হয়ে,
হাতে হাত চোখে চোখ রেখে ভালোবাসার গভীরতা টুকু
হৃদয় দিয়ে অনুভব করি।
আর সাদা পাতার উপরে কলমের আঁচড় দিয়ে
বর্ণ আর শব্দের খেলায় মেতে উঠে লিখে যেতে পারি
তোমায় নিয়ে ভালোবাসার শত কবিতা।
শুধু কল্পনায় নয় শব্দ গুলো বাস্তবে ধরা দিক,
সেজে উঠুক তোমার আমার ভালোবাসার নতুন অভিধান, আর কবিতার কোষ গুলো জায়গা করে নিক প্রতিটি প্রেমিক যুগলের হৃদয়ে।
ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটার মতো ঝড়ে পড়ুক
পৃথিবীর প্রতিটি কোণায় কোণায়,
যেখানে ভালোবাসার অস্তিত্ব আছে,
আছে কবিতার কদর।
প্লাবিত হোক এ ধরা ভালোবাসার মহাপ্লাবনে,
যুক্ত হোক সকল প্রেমিক যুগল
ভালোবাসার এই মায়াবি বন্ধনে।
অবসান হোক আর যত মান অভিমানের খেলার,
ভরে উঠুক এই পৃথিবী ভালোবাসার বিরামহীন ছন্দে।