কংক্রিট মনে শ্যাওলা জমেছে,
এই বুঝি ফাটল ধরে নুয়ে পড়বে ধুলোয়।
এই বুঝি দ্রোহের চিৎকার কালবৈশাখী হয়ে,
তাণ্ডব লীলা রচে সব লণ্ডভণ্ড করবে!
গ্লানি যত মেঘমালা  হয়ে বৃষ্টি বিন্দু হয়ে ঝরবে,
এই বুঝি ঘন তিমির হানবে আঘাত!
গড়িয়ে পড়বে নেত্র বেয়ে নোনা জলের ঢল।
পশ্চিমের  রবি অস্তমিত হয়ে,
শ্মশানের শুনসান  নীরবতা ডেকে আনবে!
এই বুঝি কংক্রিট মন ধুলোয় মিশে যাবে,
এই বুঝি তিমির আঘাত হানবে!