এইযে মশাই কানের কাছে
সারাটাক্ষণ ঘ্যানর ঘ্যানর প্যানর প্যানর
এটা চাই ওটা চাই ,
আচ্ছা বলুনতো জীবনের মূল্য কতো?
কতোটাকা যৌতুক নিলে,
কয়টা ডালা সাজিয়ে দিলে মেয়েছেলে গুলো
থাকবে একটু মিলে?
আচ্ছা মশাই আগে বলুনতো
কটা মেয়ে যৌতুক দিয়ে
কাটাচ্ছে দিন বেশ?
একি আপনার কপালে পড়েছে চিন্তার রেশ,
হলফ করে বলেনতো মশাই
এরপর চাওয়া পাওয়ার হবে কি শেষ?
কি হলো মুখ কেনো ভার,
মেয়েটাকি তবে টাকা কামানোর যন্ত্র?
ইচ্ছে মতো যখন তখন করেন হন্তদন্ত।
দুর মশাই আপনার কি মা বোন নেই,
নাকি আপনার জানা আছে কোন মন্ত্র?
যখন যা খুশি করে চলেছেন যড়যন্ত্র।
বলছেন আপনার দামাল ছেলে
মোটা মাইনে পায়, চার চাকার গাড়ি আছে
দেখতে ভালো রোজ ব্যবসা নিয়ে
এদেশ হতে ওদেশ ঘুরছে যত্রতত্র।
তয় আমারতো মনে হয় রুচিবোধ
বেজায় কালো,
নইলে কি আর মেরুদণ্ড খুলে
অন্যের টাকায় মশা হতে মাছি
হওয়ার যড়যন্ত্র।
আসলে মশাই আপনারা সব
দিকভ্রান্ত, লোভের নেশায়
অন্ধ সবাই নষ্ট করছেন প্রজন্ম।