আমি দেখতে চাইনা কন্যাদায়গ্রস্ত অসহায়
পিতার চোখের জল।
দেখতে চাইনা ধর্ষিতার করুণ আর্তনাদ,
দেখতে চাইনা বিধবার রং বিহিন বিবর্ণ বস্ত্র।
দেখতে চাইনা অবহেলায় মুমূর্ষুের নিদারুণ যন্ত্রণা ,
পেতে চাইনা লোক দেখানো আলোকসজ্জা।
আর নাল নীল বাতির আলোর ঝলকানি।
পেতে চাই শুধু দুূদণ্ড স্বস্তি,
আর তুলতে চাই তৃপ্তির ঢেঁকুর।

চাইনা ভরা জনসমুদ্র, চাই শুধু কিছু ভালো মানুষ।
কিছু স্বচ্ছ বিবেকযুক্ত স্পষ্ট ভাষী
সৎ, নির্ভীক কিছু সত্যিকারের মানুষ।
যারা স্বেচ্ছায় লড়ে যাবে মানুষ রূপী
দানবগুলোর সাথে।
অক্লান্ত পরিশ্রম করে দানব গুলোকে
মাটিচাপা দিয়ে শক্ত খুঁটি গেড়ে মুক্ত আকাশে
উড়াবে বিজয় নিশান,
আর পৃথিবীর এক প্রান্ত হতে অন্য প্রান্তে
ঝড়ের বেগে পৌঁছে দেবে মুক্ত চেতনার স্বাদ।

দাসত্ব কে চিরতরে নিশ্চিহ্ন করে গড়ে যাবে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ এক নতুন ভূস্বর্গ।
হ্যাঁ আমি স্বচ্ছ বিবেক যুক্ত পরিষ্কার মনের;
সত্যিকার অর্থে কিছু ভালো মানুষ চাই।
মানবরূপী দানব গুলোকে সমূলে নিশ্চিহ্ন করতে
সত্যিকারের কিছু মানুষ চাই।