শুভ্রতার মাঝে একটা অন্যরকমের রূপ খুঁজে পাই,
একটা অন্য রকমের ভালোলাগার অনুভুতি
দোলা দিয়ে যায় আমার অন্তরে।
আলাদা একটা আকর্ষণ অনুভব করি
যা আমাকে ভীষণ ভাবে চুম্বুকায়িত করে,
আমি দূর্বল হয়ে যাই ছুটে চলি সাদা মায়ায়
আর মনের ভিতর একটা প্রশান্তি অনুভূত হয়।
সাদা হংস বলাকা,সাদা কাশফুল
সাদা শিউলি মালা সাদা রজনীগন্ধা
সাদা দোলনচাঁপা আরো কতো নাম না জানা
সাদা মায়ায় আমি বারবার বিমোহিত হই।
সাদার মধ্যে কি যেন একটা মায়া,
আলাদা একটা প্রশান্তি, অন্যরকমের
একটা ভাব অন্য রকমের একটা গাম্ভীর্য আছে।
যা সদাই আমায় ব্যাকুল করে আমি বিচলিত হই
আর কেন জানি বারবার মনে হয়,
সাদা মায়া দূর পানে ধোঁয়া ধোঁয়া
হাতছানি দিয়ে ডাকছে সদাই।
ওরে পাগল সাদা কর তোর তন মন
সাদা মায়ায় ডাকছে তোর কাফন।
এতো কিসের রং এতো কেন তোর অহং
সাদা মায়ায় বদলে ফেলনা তোর জীবন।
শুচি কর তোর মন, শুভ্র কোমল হৃদয় দিয়ে
দেখনা চেয়ে শুভ্রতা কতো কোমল।
মরে গেলে যদি সব পরে থাকবে
সঙ্গী হবে তোর ঐ সারে তিন হাত সাদা কাফন।
তবে এতো কিসের রং এতো কেনো অহং,
সাদা মায়ায় বদলে ফেলনা তোর জীবন।
দেখনা চেয়ে শুভ্রতা কতো মনোরম।