আমার ভালোবাসার অভয়ারণ্যে,
হংস বলাকার মতো তোমার অবাধ বিচরণ।
তুমি অবলীলায় আমার মনের অজান্তেই,
মনের গহীনে করছো বসবাস।
তোমাকে পাওয়া এতোটা সহজ নয়,
সে আমি ঢের বুঝে গেছি।
তবে তুমি একগুচ্ছ ফুটন্ত ক্যাকটাস,
উপরে সুন্দর ফুল চারিদিকে কাঁটাময়।
যতোবারই আমি চেয়েছি ভালোবাসার চাদরে
তোমায় আলতো ভাবে ছুঁয়ে দিতে,
ততোবারই তুমি কাঁটা বিঁধানো যন্ত্রণা উপহার দিলে।
তোমাকে পেতে হলে কিছুটা বেগ তো পেতেই হবে।
শুনে রাখো মেয়ে তুমি জেনে রাখো ভালো ভাবে,
আমিও হালছাড়ার মানুষ নই।
তোমার মরূময় ধূ-ধূ সাহারায় যদি কেউ একজন
জায়গা করে নেয়,
তবে সেই ভাগ্যবান পুরুষটি হবো আমি।
কারণ আমি প্রতিনিয়ত মরুভূমির বুকে
বিশাল ভালোবাসার উদ্যান গড়ে তুলতে,
প্রাণপণ চেষ্টা করে চলেছি।
চেষ্টা করে চলেছি ভালোবাসার ফোয়ারা হয়ে,
তোমার মরূময় সাহারার বুকে,
এক চিলতে ভালোবাসা অঙ্কুরিত হওয়ার অপেক্ষায়।
তুমি হয়তো অন্যরকম ভাবছো! ভাবছো?
ভালোবাসা হয়তো ক্ষণিকের মোহ-মায়া।
আজকে বাস্তব মনে হলেও কালকে মরীচিকা।
তবে আমার দৃঢ় আত্মবিশ্বাস রয়েছে
এই আমিটার উপরে।
একদিন আমি ঠিকই ;
তোমার বিশ্বাসী পুরুষটি হয়ে উঠবো,
হয়ে উঠবো তোমার ভালোবাসার প্রকৃত মহাপুরুষ। তাইতো বিন্দু বিন্দু করে পাহাড় সম ভালোবাসা,
সঞ্চয় করে রেখে দিয়েছি মনের মণিকোঠায়।
একদিন হয়তো তোমার সাহারার বুকে
আমার ভালোবাসার প্রাণসঞ্চার হবে,
সেই সাথে নতুন রূপে নতুন সাজে সেজে উঠবে
আমাদের মহামিলনের মহা প্রেমকাব্য।