পৌষ এসেছে পৌষ এসেছে
কুয়াশা কেটে সূর্য উঠেছে
কইগো পাড়ার পিসি মাসি
কইগো বাড়ির ননদ বৌদি।
আউস আর আমনের ঘ্রাণে
চারিদিকের বাতাস উঠেছে ভরি,
উঠোনে বসেছে দিদি মায়েদের
মুড়ি ভাজার রমরমা আয়োজন
আমনের চাল ভিজিয়ে রেখেছি,
এসো তাড়াতাড়ি ঢেঁকির তালে
ভাঙ্গতে নতুন চালের গুড়ি,
ঠাকুরঝি, ঠাকুরপো বিদেশ হয়ে
এই এলো বুঝি ফিরে।
ভাপা, চিতই, পোয়া পিঠা
বানাতে হবে হাঁড়ি হাঁড়ি
সাথে মজার স্বাদের ধনেপাতা
সরষে বাঁটা, আর চ্যাপা শুটকি।
খেজুর গাছের রসের হাড়ি
উঠোনে এখনো রয়েছে পরে
রস জ্বালিয়ে করতে হবে
ঝোলা গুড় আর পাটালি।
কইগো পাড়ার পিসি মাসি
কইগো বাড়ির ননদ বৌদি
নারিকেল গুলো রয়েছে পরে
তাড়াতাড়ি কুঁড়ায়ে বানাতে হবে
পাটিসাপটা আর সিদ্ধ পুলি।
নইলে পরে ননদ জামাই
করবে নানান রঙের আপত্তি।
সিরকা দিয়ে বিন্দালু, হাঁসভুনা
আমন চালের খুদের ভাত,
নাকি গরম চিতই বানাই?
দুপুরে লাউপাতার ঝোল ও
আলু ভর্তা কোনটা যে রান্ধি।
কোনটা রেখে কোনটা করি
কেক নাকি বিক্কা বানাই
একেক জনের একেকটা চাই
পৌষপাবনে এই মিষ্টি লড়াই
পাড়ার সকল সাহসী বৌদির।
কইগো পাড়ার পিসি মাসি
কইগো বাড়ির ননদ বৌদি
শেষকরো তোমরা সকল কাজ
আর একটু জলদি জলদি।
ঠাকুরঝি আর ঠাকুরপো বিদেশ
হয়ে এই এলো বুঝি ফিরে।