ভালোবাসার মায়াবি চাদরে
আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিলে আমায়,
বেশ ভালোইতো ছিলাম
তোমার ভালোবাসার ছায়াতলে।
তবে আজ এমন কি হলো?
নিমিষেই সব আলগা করে দিলে,
হালকা করে দিলে যতো মায়ার বাঁধন।

প্রতিশ্রুতি যতো ছিলো,
নিমিষেই মিথ্যে হয়ে গেলো!
কিছু বুঝে ওঠার আগেই,
একটা কালবৈশাখী ঝড় এসে
সবকিছু কেমন যেন উলটপালট করে দিলো!
কেন জানি অপ্রত্যাশিত ভাবে সব ঝাপসা হয়ে গেলো।

অপরাধ কি ছিলো আমার,
একবার মুখ ফুটে বলতে তো পারতে?
সিদ্ধান্তটা একা একা না নিয়ে,
বোঝানোর সময়টুকু তো দিতে পারতে?
কথা ছিলো দীর্ঘপথ একসাথেই পাড়ি দেয়ার;
হোক না সেটা আনন্দের কিংবা বেদনার,
তবে কেন এতো তাড়াতাড়ি ঘটালে
হৃদয়ের এই মর্মান্তিক রক্তক্ষরণ।

নিজেকে না হয় আরেকটু বদলে নিতাম,
শুধরে নিতাম যত ভুল।
সামলে নেওয়ার সময়টুকু তো দিতে পারতে?
ভালোবাসাহীন ধুঁধুঁ মরুতে
কিভাবে পারলে ছুঁড়ে ফেলতে,
একটিবার সুযোগতো দিতে পারতে?