প্রতি বছরই জানুয়ারি পার করে ফেব্রুয়ারি আসে,
শুনি ঝরাপাতার মর্মর ধ্বণি।
চারিদিকে আমের মূকুলের সুমিষ্ট ঘ্রাণে,
আকাশ বাতাস হয়ে উঠে ভারী।
অবাক হয়ে অশোক পলাশের
আগুন লাগা ফাগুনের রূপ দেখি!
ঠিক ততোবারই মনে হয় এই ফাগুনেই
সালাম বরকত, রফিক আর নাম না জানা
অসংখ্য ভাইয়েরা ফুঁসে উঠেছিল বর্জকন্ঠে,
বিলিয়ে দিয়েছিলো তরতাজা প্রাণ
এই ভাষাকে ভালোবাসার টানে।
কত শত মায়ের কোল খালি হয়েছিলো এই দিনে,
এই আমার বাংলা ভাষাকে কেন্দ্র করেই
হয়েছিলো কত শত গুলি বর্ষণ।
তবুও মুখে মুখে স্লোগান চলছিলো
তোমার ভাষা, আমার ভাষা বাংলা ভাষা বাংলা ভাষা।
বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্র ভাষা বাংলা চাই।
তাদের মহান আত্মত্যাগের বিনিময়ে
আজকে এই অমর একুশে,
মহান মাতৃভাষা দিবস।।