আমি রপ্ত করে নিয়েছি তোমার চাহনি,
তোমার কথার ভাঁজে
এলোমেলো শব্দের ফুলঝুঁড়ি।
তবে, তুমি বিস্ময় পুরুষ!
আমার চোখের কোণায় পড়ে থাকা
উপন্যাসের শ্রেষ্ঠ পাঠক,
যার ঠোঁট ছুঁয়ে সারাক্ষণ ঝড়তে থাকে
আমার উপন্যাসের কথামালা।
যার মস্তিষ্ক জুড়ে অনুভুতির সমারোহ
ইন্দ্রিয় গুলোকে প্রলুব্ধ করে;
কখন উপন্যাসটির সব পৃষ্ঠা পড়ে
উপসংহারে এসে চোখের জল দিয়ে মুক্তা ছড়িয়ে,বেদনার মহাপ্রয়াণ ঘটিয়ে
আনন্দ বিলাসে গা ভাসাবে।
উপন্যাসটিকে নিজের করে নিয়ে
সুখ সমুদ্রে নোঙ্গর করবে।