সময়ের প্রয়োজনে কবি সাহসী হলো
নিজেকে ভাঙলো গড়লো,
নিজেকে নতুন করে আবিস্কার করলো।
দৃঢ় করলো মনোবল ;
আসুক যতো ঝড় তুফান
সামনে হবে আগুয়ান।
সময়ের প্রয়োজনে আগুনের
লেলিহান শিখা হলো,
অনিষ্ঠ যতো পুড়িয়ে করে দেবে ভস্ম।
সময়ের প্রয়োজনে মেঘ হলো
ডেকে আনলো বাণ;
সব পুরাতন জীর্ণতা ধুয়ে দেবে বলে,
চিরসবুজে লেখালো নিজের নাম।
মরা নদীর জোয়ার তুলে
ভাসিয়ে দিলো গাং।
সময়ের প্রয়োজনে প্রেম হলো
বাতাসে ছড়ালো নেশা!
ভালোবাসার চাষে ভালোবাসা পেলো
জীবনে নেই চাওয়া, নেই যে হতাশা।
সময়ের প্রয়োজনে বৃক্ষ হলো;
ক্ষরতাপে বিলিয়ে দিলো ছায়া,
মনুষ্য হৃদয়ে জায়গা নিতে,
পদতলে মেড়ে এসেছে তার ছায়া।