মাঝরাতে এ কিসের ঝলক দেখালে মোরে,
হেরিলে মোর রাতের নিদ্রা।
গগনে চন্দ্রিমা না দেখিয়া
মর্তের চন্দ্রিমায় নেত্রদ্বয় যায় যে ঝলসিয়া!
দেখিনু যবে ঐ চাঁদবদন মুখখানি
ভুবনেশ্বরীর সব রূপ ভুলিয়া,
মোহন বাঁশীর মতো
তোমার পিছু পিছু চলিলাম ছুটিয়া।
কি যাদু তোমার কন্ঠে!
কি মায়া তোমার ঐ দুটি আঁখিতে!
চাহিয়া চাহিয়া ডুবিতে চাহিনু
তোমারি হৃদয় গাঙে!
কামিনীর সুবাসে মুখরিত সমীরণ!
পুলকিত হৃদয়ে;
নিভৃতে নিরালায় তোমারি এলোকেশে
গুজিয়া দিতে চাহিনু,
থোকায় থোকায় ফুটিয়া থাকা
শুভ্র ঐ একগুচ্ছ কামিনী।
তুমি মথুরার মতো ডানা ঝাপটাইয়া
দূর হতে করিলে লুকোচুরি ;
ধরা নাহি দিয়ে প্রিয় গোপনেই
বাঁধিলে মোরে বাহুডোরে,
দূর হতেই হেরিলে মম হৃদয়খানী!