মাইয়া তুই ডাঙ্গর হইছোস,
ডাগর চোখে অমন কইরা কাজল দিস ক্যানে!
ঠোঁটে কটকটা রং মাখিস ক্যানে!
শইলে ;চোহে মুহে তোর ম্যালা রূপ ঝরে
গেরামের লোকজন হগলে চাইয়া চাইয়া দ্যাখে,
তোর খারাপ লাগেনা?
তোরে তো মানুষগুলান চোখ দিয়ে খাবলাইয়া খায়,
আর মন দিয়া পিসষা মারে
একটু ঢাইকা ঢুইকা রাইখলে কি হয়?
শইলে তোর মেলা আগুন,
পুরুষ মাইনসের আড়ালে থাইকতে কি হয় ।
ভর দূপুরে অমন কইরা চুল খুইলা রাখোস ক্যানে?
অলক্ষীর মতো অমন জোরে জোরে হাসিস ক্যানে?
তর শরম করেনা?
খালি গায়ে গতরেই বড় হইছস বুদ্ধি সুদ্ধি বাড়েনাই।
এতো ক্যানে ক্যানে শুনতে শুনতে
আইজ সত্যিই মুই ভুলতে বইছি যে
মুইও তো একখান রক্ত মাংসের মানুষ,
মোরও তো মন বইলতে কিছু একটা আছে নাকি !
এই শইলডাতো মুই আর নিজে নিজে বানাই নাই।
গায় গতরে লাউের ডগার মত
লক লকাইয়া বড় হইছি ঠিক,
তয় বুদ্ধি সুদ্ধী খুব একটা বাড়ে নাই।
তাই হগল পুরুষ আমারে চোখ দিয়া গিল্যা খায়।
লাউয়ের ডগায় ফুল ফুটলে
কালো ভোমরাকে কি আর বাইন্ধা রাহন যায়,
গায়ে গতরে যৌবন আসলে রূপ তো উছলায়ে পড়বই;
এও কি ঢাইকা রাহন যায়।
তয় আমারে খালি দোষ দিস ক্যানে
আমারেই বা অপয়া বলিস ক্যানে,
যারা চোখ দিয়া গিলা খায়
তাদেরকে কিছু কইতে পারস না,
তাগো শিখাইসনা ক্যানে মেয়ে মানুষ
এমন কইরাই বড় হয়।
বলিসনা ক্যানে অমন কইরা চোখ দিয়া গিলিস না
তোরাও একটু লাজ শরম রাখিস।
পুয়াতি হবার পর বাচ্চাডারে যখন জনম দিলি
এরপর থাইকাই বলিসনি ক্যানে
অমন কইরা মেয়ে মাইনসের দিক দেখবিক লয়,
অমন কইরা চোখ দিয়া গিলবিক লয়
পাপ হইবো মাইনসেও খারাপ কইবো।