মা- মা জননী কি বলব,
কা- কাকে শোনাবো পরিতাপ!
ল- লং কে যে লবঙ্গ মসলা বলে,
ফ- ফল ভেবে কি লাভ!
ল- লাভ নেই, তবে লবঙ্গ সে তো কাশির টোটকা;
য- যখন জিহবায় নিয়ে দাঁতের তলায়
খ- খাবে চিবিয়ে তখন বুঝবে সবাই ,
ন - নইলে কিরে বুঝবে এর স্বাদ!
বি- বিশেষ সুগন্ধি আছে
শে- শেষ কামড়েও বুঝতে পারবে তার ঝাঁঝ,
ষ- ষড়তন্ত্রে বাড়ায় যে কারুকাজ!
কা- কাকে বুঝাবো লবঙ্গের কতো কাজ
জে- জেনেও বুঝতে চায়না কেহ লবঙ্গের কেন
এত ঝাঁঝ।
ত- তাদের আপনি কি বলবেন?
খ- খালি খালি গালি দিবেন?
ন- নাকি নাক ফাঁটিয়ে মলম দিবেন?
ফ- ফাজিল, টাজিল গালি শেষে,
লা- লাঠি মেরে খায়েস মেটাবেন?
ফ- ফল বলতে হরেক নাম চোখের সামনে ভাসে
ল - লবঙ্গকে ফল বলতে মাকালরাই ছুটে আসে।
হ - হরেক রকম মাকাল নিয়ে সাহিত্য রসে ভাসে
য়- য় এর যে বিন্দু আছে, বিনা বিন্দুতে
শু- শূন্য এঁকে মাস্টার মশাই পরীক্ষায় খাতায় ফলাফল দুইটা শূন্য যে লিখে।
ন্য- ন্যায্য এই কথা বলতে গেলে লবঙ্গের কোমর
ভাঙতে মাকালগুলো লাঠি নিয়ে তেঁড়ে আসে।