ভোরের হাওয়ায় এ কিসের দোল
এতো স্নিগ্ধ এতো কোমল এ কিসের দোল।
শরৎ প্রভাতে এতো যে কোমল
কাশফুলে এতো মৃদু সমীরণ
চারিদিকে লাগলো যে দোল।
শিউলি ফুলের মধুর আচ্ছাদন
ফুলে ফুলে ভরে আছে কসুম কানন,
কোলে তুলে মালা করে নিতে মত্ত যে মন।
চারিদিকে এতো ছন্দ, এতো মিষ্টি সমীরণ
লাগলো যে দোল, লাগলো যে দোল।
চারিধারে দেখ চাহি শরতের আগমনী
মৃদু বাতাসেও দুলিছে টগর মহারানী,
ছড়ায়ে ভূবন মাতানো মিষ্টি সমীরণ।
আকাশে বাতাসে লাগলো যে দোল
মন প্রাণ ভরে উঠে অবিরল,
বাতায়ন খুলে চাহি দেখো চারিধারে
লাগলো যে দোল, লাগলো যে দোল।
শাপলা শালুকে ভরে আছে বিল—ঝিল
ফুল আর লতা পাতা জড়ায়ে জলরাশি
বিলায়ে সৌন্দর্য্য পদ্ম ফুটে আছে হাসি হাসি।
আকাশে মেঘমালা খেলিছে লুকোচুরি
চারিদিকে যেন নীল আর সাদার মাখামাখি।
লাগলো যে দোল, লাগলো যে দোল
দেখো চাহি কতো মিষ্টি সমীরণ।