আমি খুব করে চাই ঐ দূর্গম গিরি হতে
কোন এক কোজাগরী রাতে কোমল কুসুম এনে
গুজে দিবে আমার কালো খোঁপায়।
সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়ে
হাসনাহেনারা গা এলিয়ে ছড়িয়ে দিবে সুবাস।
বাঁশ বাগানে রূপালি চাঁদ খেলবে লুকোচুরি খেলা
আর জাগাবে উন্মত্ত ভালোবাসার প্ররোচনা।
আমি আরো চাই তারা ভরা ঐ রাতে
কপালের নীল টিপ আর খোঁপার চুলে
তুমি দিশেহারা হয়ে নতুন করে খুঁজে নিবে
তোমার অস্পষ্ট নীল বিন্দু।
সিঁথিতে সিঁদুর রাঙ্গিয়ে নয়নে কাজল গড়িয়ে,
প্রতীক্ষার অবসান ঘটিয়ে সমর্পিত হবো
একে অন্যের বাহুডোরে।
কাঁকনের রিনিঝিনি শব্দ আর নূপুরের ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে,
আকাশে বাতাসে ছড়াবে এক অন্য রকমের মাদকতা।
ভালোলাগা ও ভালোবাসার খেলায় তৈরি হয়ে যাবে
নব প্রস্ফুটিত প্রেমের এক নয়া রসায়ন।
আর জানালার পাশে বসে হাতে হাত রেখে
দূর হতেই দেখবো শুভ্র ঐ কাশফুল গুলোর
বাতাসের তালে তাল মিলিয়ে আনমনে দোল খাওয়া।
আমি আরো চাই, হ্যাঁ আমি ভীষণ ভাবে চাই কোজাগরী ঐ রাতে আচমকা ঝুম বৃষ্টিতে ভিজে ডিঙ্গি নৌকা করে চষে বেড়াবো
উত্তাল পদ্মার সৌন্দর্য, শুষে নেবো প্রকৃতির রূপ।
ভরা পূর্নিমায় দেখে নেবো একজন আরেক জনের কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত মুখাবয়ব।
আর আমাদের চোখেমুখে বয়ে যাবে
এক অন্য রকমের ভালো লাগার ছোঁয়া।
আমি খুব করে চাই।