ঝরাপাতার উপর ভর করে সুখ গুলো উড়ে গেলো
কোন এক রোদেলা ধূলো ঝড়ে,
রেখে গেলো ধূলো মাখা কিছু তিক্ত স্মৃতি।
গ্রীষ্মের দাবদাহের মতোই
প্রচণ্ড খরা পড়েছে মনের জমিনে,
চৌচির হয়ে গেছে ভালোবাসার মাঠ!
প্রচণ্ড খরায় চারিদিক রুক্ষ নিষ্প্রাণ।
তৃষ্ণার্ত হয়ে আছে দুটো ঠোঁট;
চাতকের মতো অপেক্ষার প্রহর গুনছে
কখন ভালোবাসা মেঘমালার মতো,
আচমকা ভেসে এসে বৃষ্টির ফোঁটা হয়ে ঝড়ে পড়বে।
তৃষ্ণান্ত ঠোঁট ছুঁয়ে, ছুঁয়ে যাবে চিবুক হতে একে একে সমস্ত শরীর।
অপেক্ষায় আছি কখন হিমেল হাওয়া বয়ে
মনের জমিনে জমে থাকা ধূলো উড়ে গিয়ে
মিলিয়ে যাবে দূর অজানায়;
দিয়ে যাবে ভালোবাসার শীতল পরশ,
আর খরা জমিন উর্বর হয়ে ফিরে পাবে তার সজীবতা।
তাই পণ করেছি কষ্ট গুলোকে নীল খামে মুড়িয়ে পায়রার ঠোঁটে করে পাঠিয়ে দেবো দূর অজানায়।
আর ভালোবাসার বৃষ্টি শেষে আকাশের বুক চিরে জেগে উঠা সাতরঙা রংধনু হতে সব রং নিয়ে
তুলির আঁচড়ে নতুন নতুন আলপনা একেঁ
সাজিয়ে নেবো সুখের ডালি।