শব্দেরা আজ নিঃশব্দে মুছে যাওয়ার প্রহর গুনছে, করছে বিলীন হওয়ার প্রার্থনা।
ধেয়ে আসছে অন্ধকার সাম্রাজ্য,
প্রতিবাদী শব্দ গুলোকে নিতে হচ্ছে কারাবাস।
হিংস্র বর্বরতায় কেড়ে নেওয়া হচ্ছে কলমের কালি,
যে কলম চলেছে প্রতিবাদে;
যে কলমের কালি রচেছে বিজয়ের গান,
যে কলম করেছে স্বাধীনতার বন্দনা!
আজ সেই কলমকে ভাগাড়ে ছুঁড়ে ফেলার
কি কুৎসিত ষড়যন্ত্র।
আপাদমস্তক আচ্ছাদিত করা হচ্ছে গাঢ় চক্রান্তে
রহিত করা হচ্ছে সেই কলমের কালি।
অথচ কলম ধরার কৌশলটা
রপ্ত করতে না পেরেই কুচক্রীর দল;
একটার পর একটা নাটক রচনা করতে করতেই ইতিহাসকে করে চলেছে বিকৃত!
চোখ টিপে টিপে হাসছে ওরা
যতোসব চামচা আর গণ্ড মূর্খের দল।
কি অসহায় কলমের কালি
প্রতিবাদ করেছিলো বলেই নিতে হয়েছে
অনিচ্ছায় দীর্ঘ কারাবাস।