মনের দূর্গে দাউদাউ করে জ্বলেছিলো;
প্রতিশোধের আগুন।
পরিবার পরিজন হারিয়ে;
তেজোস্বিনি মেয়ে জীবনের গতি বদলিয়ে,
দূর্বার পথচলায় ছিলো
এক দূঃসাহসী সংগ্রামী মনোবল।
চপলা চঞ্চলা হরিনীর মতো সুদর্শনা,
সদা হাস্যোজ্জ্বল আবেদনময়ী এক নারী!
শতবাঁধা বিপত্তি পদদলিত করে
লক্ষ্যে পৌঁছে গেছে সে ঠিকই।
হায়েনার দল কত শতবার চেয়েছে
তারে চেটেপুটে লুটে নিতে,
চৌকস নারী বারংবার তাদের পরাস্ত করেছে
সুনিপুণ কৌশলে।
শত বাঁধা ডিঙিয়ে বীরের মতো শির উঁচিয়ে,
পৌছে গেছে সে তার অভীষ্ট লক্ষ্যে।
বারুদের ঝাঁঝালো গন্ধ আর বুলেটের শব্দে ;
আকাশ বাতাস হয়েছে যখন ভারী,
গগনবিদারী আর্তনাদে চারিদিকে ছিলো
থমথমে পরিস্থিতি!
তবুও তার হৃদয় কখনো হয়নি ভয়ে প্রকম্পিত।
বুলেট-গ্রেনেডের বিস্ফোরনে
শতসহস্র তরতাজা প্রাণ ঝাঁঝরা হয়ে
পড়েছিলো বিক্ষিপ্ত,
ক্ষতবিক্ষত শরীর থেকে রক্তের বন্যা
বয়ে চলেছিলো অবিরত।
সেই রক্তে তিলক এঁকে সাহসী নারী
আরো উদ্যমী হয়ে ঝাঁপিয়ে পড়ে,
শত্রুকে করেছিলো পরাস্ত।
নারী বলে পিছপা হয়নি কখনো,
স্বগৌরবে তুলে নিয়েছিলো ভারী অস্ত্র।
লড়াকু নারী লড়েছে প্রানপন,
ছিনিয়ে এনেছিলো বিজয়ের নতুন সূর্য্য।