এইযে তুই আমাকে এমন করে
পাগলের মতো ভালোবাসিস!
সুযোগ পেলেই ইনিয়ে বিনিয়ে
ভালোবাসার কথা বলিস!
এইতো আর কদিন পরে আমি ঐ
দূর গগনের তারা হয়ে মিলিয়ে যাবো।
আমি তখন তোর দেওয়ালের টানানো
ছবি হয়ে রবো; ঠিক তখনও কি,
এমনটি করে তুই আমায় ভালোবাসবি?
এমনটি করেই কি ছবি হতে ধূলোর
আস্তর মুছে বুকের ভিতর আপন করে
সযতনে জড়িয়ে রাখবি?
নাকি! আরো অনেকের মতো মাস গড়িয়ে
বছর পেরুলে তুইও আমাকে ভুলে যাবি?
ভুলে যাবি কেউ তোর জন্য
পাগলের মতো পথ চেয়ে থাকতো,
কেউ তোকে পাগলের মতো ভালোবাসতো!
হয়তো আস্তে আস্তে সময়ের ফেরে
চেহারাটাও ঝাপসা হয়ে যাবে,
হয়তো আমার কন্ঠস্বর তোর কানে
আধো আধো বেজে উঠবে
হয়তোবা আমার জায়গায় অন্য কারো
জায়গা হয়ে যাবে!
নাকি স্মৃতির পাতা হাতড়ে তুইও
আমাকে পাগলের মতো চাইবি?
লক্ষ কোটি গ্রহানুর ভীড়ে ছোট্ট একটা
তাঁরার মাঝে আমার মুখাবয়ব খুজবি।
নাকি দেওয়ালে টানানো ছবি দেখে
মৃত্যুর পরে মহামিলনের প্রহর গুনবি?
বড় জানতে ইচ্ছে করে আমি ছাড়া তুই
কি করে ভালো থাকবি!
জানতে ইচ্ছে করে আমি ছাড়া তুই
কি করে বেঁচে থাকবি!