কতোটা কষ্ট বুকে জমে থাকলে
নিজেকে ভীষণ একা  লাগে?
কতোটা কষ্ট জমে থাকলে
কালো মেঘে মেঘে ঘর্ষণ শেষে ;
বিদ্যুতায়িত হয় হৃদয়!
চোখ গড়িয়ে প্রবল বরিষণ শেষে
চোখের কোণায় বান ভাসিয়ে,
মনের বসত বাড়ি প্লাবিত হয়ে
নিজেকে নিঃস্ব মনে হয়?
কতোটা কষ্ট পুষলে আবেগ গুলো
ভোঁতা হয়ে দংশন করে আবেগের কোষাগারে?
কতোটা কষ্টের আঁচড় লাগলে
আয়নার সামনে দাঁড়িয়ে,
নিজের প্রতিবিম্ব দেখতেও ভীষণ ভয় হয়?
আর্তচিৎকার করে; ঢিল ছুঁড়ে
ভেঙে ফেলতে ইচ্ছে করে স্বচ্ছ কাচের ঐ আরশি!
কতোটা অভিমান জমলে
জীবনের প্রতি মুখ ফিরিয়ে নিয়ে
মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনতে হয়?
কতোটা অবহেলা পেলে মানুষ ভুলে যায়
সেই প্রিয় মানুষ এর অতি পরিচিত রূপ?
কালবৈশাখী হয়ে শুরু করে দেয় মহাপ্রলয়!
আর কতোটা বয়স হলে মানুষ বুঝতে পারে
কে ভুল আর কে সঠিক?
জানতে ইচ্ছে করে,
কতোটা বেদনার দাফন শেষে
পানকৌড়ির মতো ডানা ঝাপটিয়ে পাওয়া যায়
মুক্ত বাতাসে ভেসে বেড়ানোর স্বাদ?