তোমার খামখেয়ালির আলাপনে,
চোখের কোণে স্বপ্ন এঁকেছিলাম
বেখেয়ালি সব কল্পনার খেয়ালে!
কোমল কথামালার যাদুতে
তুমি হয়ে উঠেছিলে হ্যামেলিওনের বাঁশিওলা!
বেখেয়ালি মনে দাঁনা বেধে ছিল ভালোবাসার।
দু'চোখের কোণায় স্বপ্নরা মেখম মেলে
উড়েছিল ঐ দূরের তেপান্তরে।
শ্রাবণ মেঘের ঝুম বৃষ্টি হয়ে উঠেছিল
কল্পনায় আলিঙ্গনে ছুঁয়ে যাওয়া প্রিয় মূহুর্ত,
কল্পলোকের রাজকন্যার মতো
কল্পনায় ছুঁয়ে যাওয়ার মত কল্পনা বিলাস
রীতিমতো বদঅভ্যেসে পরিণত হয়েছিল আমার ।
কানের মাঝে তোমার উচ্চারিত
প্রতিটি মধুর ধ্বনির অনুরণন
পরিণত হয়েছিল হৃদয় শান্ত করার অমৃত বানী।
রোজ তোমাকে এক পলক দেখার লোভ
আমাকে করেছিল জন্মান্তরের ভিখারী।
নিয়ম করে রোজ তোমাকে
দেখতে চাওয়ার আকুলতা
আমাকে করেছিল নিয়ম ভাঙার কারিগর।
রোজ রোজ নিয়ম করে, নিয়ম ভেঙে!
নতুন নিয়ম গড়ে আবারো গুঁড়িয়ে দেওয়ার নেশা,
পেয়ে বসেছিল এই ক্ষুদ্র মস্তিষ্কে!
হৃদয় সিংহাসনে বসিয়ে শুধু তোমার দু'চোখে
স্বপ্ন দেখবো বলে।
ভেবেছিলাম অশোক পলাশের রং মেখে
শ্রাবণের ঝুম বৃষ্টিতে তোমায় নিয়ে জীবন নদীর
তীরে এসে আরেক বার নিয়ম ভেঙে;
একটা নতুন ভোরে বর্তমানকে সাক্ষী রেখে
বাস্তবকে আলিঙ্গন করে, বাতাসে লিখবো
ভালোবাসার উপাখ্যান।
তবে বাতাসের কম্পন তোমার দেহে স্পর্শ করে অনুরণিত করে প্রেম বয়ে আনার বদলে
বয়ে এনেছে বিরহ!
করেছে বেদনার সাথে আলিঙ্গন,
তৈরি করেছে তোমার আমার মাঝে আজন্মের দূরত্ব!