আমি প্রচণ্ড অভিমানী,
আমি প্রলয়ঙ্কারী ঝড়!
আমি প্রচণ্ড অভিমানে তাণ্ডব লীলা রচি,
দুমড়ে মুচড়ে ভেঙে দেবো তোমার সমস্ত দম্ভ।
আমি ভালোবাসার ক্রিয়ায়
ভেঙে ফেলবো তোমার সমস্ত পণ,
আর ধূলোয় মিশিয়ে দেবো যত অহংকার।
ভূলোক,দ্যুলোক গিরি মরূদেশ সাক্ষী রেখে, আপাদমস্তক ভালোবাসার লাভা উদ্গীরণ করে,
তোমার শরীরের সমস্ত কোষে কোষে,
পৌঁছে দেবো ভালোবাসার অমৃত স্বাদ।
উষ্ণ ঠোঁট ছুঁয়ে খরা মরু হতে বের করে আনবো
ভালোবাসার মধুর নির্যাস!
তোমার অসার মরুতে বসাবো ভালোবাসার ফোয়ারা,
আর নিরস-নিথর দেহে জাগাবো ভালোবাসার উন্মাদনা।
সৃষ্টি সুখের উল্লাসে মেতে উঠে
খুঁজে আনবো নব প্রাণের স্পন্দন।
আমি প্রচণ্ড আশাবাদী, ফেলিনা দীর্ঘশ্বাস,
তোমার খরা জমিনে ভালোবাসা রচে
তবেই হবো আমি ক্ষান্ত।
আর বুক ভরে নিবো ভালোবাসা ভরা প্রশান্তির নিশ্বাস।
আমি বৈশাখী, ভেঙে যাবো তবু মচকাবো না
নেব না রুদ্ধশ্বাস।
যুগে যুগে মানুষের কন্ঠে ধ্বনিত হবে
আমাদের যুগলবন্দীর ইতিহাস!