ধিক্কার জানাই ধর্ষিতার গায়ে কলঙ্ক
লেপে দেওয়া সভ্য সমাজের অসভ্য
কিছু মানুষ রূপি বর্বর পাষণ্ডদেরকে।
ধিক্কার জানাই সেই সব ঘুমন্ত বিবেককে
তারা সঠিক সময়ে জাগ্রত হয়নি বলে।
ধিক্কার জানাই কলুষিত বিবেকের
লোমহর্ষক গর্হিত কাজ গুলোকে।
ধিক্কার জানাই তাদেরকে
যারা পাশে থাকার কথা বলে
শোষন আর শাসনের বেড়াজালে
জীবনকে জরাজীর্ণ করে রাখে।
আমি একবার নয়, দুবার নয়
বারবার বলছি, বহুবার বলেছি
ধিক্কার তোমার কলুষিত বিবেকের
বিবেক বিহীন অন্যায় কাজগুলোকে।
ধিক্কার তোমার মুখোশের আড়ালে
মিষ্টি কথার ছলে সুনিপুন কৌশলে
করা বড় বড় অপরাধ গুলোকে।
ধিক তোমাকেসহ আর যারা
তোমায় সমাজের ঐ উঁচু আসনে বসিয়েছে
আর দিয়েছে শাসন ও শোষনের ক্ষমতা।
ধিক তাদের যারা বুঝেও না বোঝার ভান করে
চোখে পড়ে নিয়েছে কালো কাপড়।
ধিক্কার জানাই সেই সমস্ত মানুষকে
যারা পা চেটে তোমাকে করে তুলেছে
মানব রূপি দানবে।
যার ফলে তুমি অসীম ও সসীম এর
পার্থক্য ভুলে, নিজেকে মনে করছো
মহাকালের মহামানব।
ধিক্কার জানাই সমাজের সেই সব
মানুষের বোবা আর্তনাদকে যারা
সময় মতো গর্জে উঠতে পারেনা,
পারেনা অবলা অসহায়ের ঘুরে
দাড়াবার মন্ত্র হয়ে সঠিক সময়ে
মেরুদণ্ড সোজা করে উঠে দাড়াতে।