আ -আমি কি তবে দিক ভ্রান্ত পথিকের মতো
মি- মিথ্যা মায়ায় হারিয়েছি চিরচেনা সেই পথ?
কি- কি তবে, মিথ্যে আশায় ভেঙেছি সুখের স্বপ্ন?
ত - তার আশায় বুক বেঁধে বারংবার
বে - বেখিয়ালি মনে বিরহের সুর তুলেছি সেতারে।
ভা - ভালোবাসার ছলে যে জটিল সমীকরণে নিজেকে জরিয়ে
ল - ললাটে তুলেছি হাজারো বার তার নাম
বা- বারংবার বলেছি ভালবাসি শুধু ভালোবাসি
সা- সারা ভূলোক হতে হাজারো পথিকের ভীড়ে
র - রাত জাগা পাখিদের কলরবে
ভি- ভিনদেশি ব্রেকিং এর ট্রেন্ডে গা না ভাসিয়ে
খা- খারাপ কিছু চিন্তা না করে অবোধ বালিকার
মতো
রি- রিক্ত হস্তে খুঁজে বেরিয়েছি শুধু ভালোবাসি এই একটি কারণে।
ছি-ছিলনা কোন শঙ্কা কিংবা হারনোর ভয় তবুও
লা - লাল নীল বাতির ঝলকানিতে হাজারো
ম -মানুষের হাজারো কটুকথার ভীড়ে তোমাকে খুঁজে ফেরা ছিলো বড়ই কষ্টকর।