গলায় পড়ার কথা ছিল
ভালোবাসার মতি জড়ানো মতিহার,
পেখম মেলে উড়ার কথা ছিল
দূরন্ত বলাকার মতো মুক্ত আকাশে।
অথচ; দুঃখ দিয়ে গড়া বেনীসুতার মালা
শরীরের ভার বাড়িয়ে
ডানার গতিতে একটা সীমােরেখা টেনে দিলো,
এর বেশি ছুটলে নিশ্চিত মৃত্যু!

দুঃখ গুলো জ্যামিতিক হারে বেড়ে গিয়ে
মৃত্যু ফাঁদ রচিত হতে হতে,
আনন্দ গুলোর উপর আরোপ করেছে
কঠোর নিষেধাজ্ঞা!
তাই আনন্দ গুলো নিজের অজান্তেই
উড়ে গিয়ে দিয়েছে আত্মাহুতি,
স্বপ্ন গুলো নিয়েছে কারাবরণ।

নদীর গতি পরিবর্তনের মতো যদি
জীবনের গতি পরিবর্তিত হতো;
তাহলে হয়তো কোন এক সময়ে
জীবন নদীর কোন এক বাঁকে
ডানা গুলোর ভার কমিয়ে,
মুক্ত বিহঙ্গের মতো ডানা ঝাপটানো শেষে
আনন্দ গুলোকে বিনিসুতার মালার মতো জড়িয়ে আরেকটি বার জীবনের স্বাদ নেওয়া যেত।