এবেলায় না হয় আদর মাখানো
একটা নীল শাড়ি হলেম
আর ওবেলায় না হয় হলাম লজ্জাবতীর ডাল।
তারপর জোর গলায় নীরব আওয়াজে
নিঃশব্দে আবেগের নৌকায় ভেসে
নিঃশ্বাসের গতি বাড়িয়ে;
ভালোবাসার ভরা গঙ্গা সাঁতরিয়ে,
একটা দীর্ঘ উপন্যাসের স্বল্পভাষী প্রেমিক যুগল হলাম!
বিশ্বাসের সিঁড়ি পার হতে হতে একজন আরেক জনের এলোচুলের ঘ্রাণ মেখে,
না হয় আরেকটিবার নির্মলতার কোমল স্বাদ নিলাম।
এবেলা না হয় আরেকটি বার
নববধূর হাতভরা কাচের চুঁড়ি ভেঙে যাওয়ার
টুংটাং আওয়াজের মতো নীরবতা ভেঙে
নিজেদের ভরিয়ে নিলাম।
আরেকটিবার না হয় জংধরা ভালোবাসায়
নব যৌবন ফিরিয়ে আনলাম।
নব বধুর আলতা জড়ানো পায়ে
তিন লহরের নূপুরের আওয়াজের সাথে,
ছন্দ মিলিয়ে নিজেকে না হয় রাঙিয়ে নিলাম।
বেলা অবেলার আলো আধাঁরিতে,
আধাঁর সেঁচে না হয় শেষবেলার আলো হয়ে
জীবনটাকে একটু জ্বালিয়ে নিলাম।
এবেলায় না হয় আদর মাখানো
একটা নীল শাড়ি হলেম,
আর ওবেলায় না হয় হলাম লজ্জাবতীর ডাল।