কে জাগাইবে আশা,
কে গাহিবে ঘুম ভাঙানিয়া গান!
কে দিবে অন্ধকার হইতে
আলোর পথে ছুটিয়া চলার আহ্বান।
কে করিবে পরিত্রাণ?
আমি সন্দিহান!

কে পাড়িবে হাঁক,
কে দিবে পরিবর্তনের ডাক।
কে ভিড়াইবে নৌকা ;
কে'বা চলিবে স্রোতের বিপরীতে,
ঝড়ের গতিতে ভাঙতে শিকল গুলি!
কে ধরিবে বৈঠা
কে আনিবে পরিত্রাণ?
আমি সন্দিহান!

কে করিবে কোমরে গামছা বাঁধিয়া
দিনবদলের গান!
কে মুছিবে কৃষকের গায়ের ঘাম,
কে করিবে নায্য মূল্যের ইশতেহার।
কে ঘুঁচাইবে কৃষকের চোখের জল,
কে বুঝিবে তাহার বুকফাটা আর্তনাদ।
কে আনিবে পরিত্রাণ?
আমি সন্দিহান!

জলের কচুরিপানা সব ঝারিয়া;
কে ফোটাইবে ঝিলের জলে পদ্ম।
কে ফিরিয়া আনিবে মরা গাঙে জোয়ার!
কে ফিরাইবে জেলেদের মুখে রাঙা হাসি
কে তুলিয়া দেবে গরীবের মুখে অন্ন
কে করিবে পরিত্রাণ?
আমি সন্দিহান!

কে ফোটাইবে বেকার যুবকের মুখে হাসি,
কে ফিরাইবে অবোধ বালিকার
নির্দিধায় পথচলা।
কে দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ করিয়া,
শুনাইবে দিন বদলের গান।
কে করিবে হিংসা বিদ্বেষ ভুলে
মনুষ্যত্বের জয়গান!
কে আনিবে পরিত্রাণ?
আমি সন্দিহান!