আঁধার সেঁচে সেঁচে যখন আলো কুড়োচ্ছিলাম,
তখন কতগুলো দাঁড়কাক তেড়ে এসে
রোধ করতে চেয়েছিলো পথের গতি।
কতোগুলো শকুনের কু-দৃষ্টি পরেছিলো
আলোর উপর ; তারা মনেপ্রাণে একনিষ্ঠ হয়ে
আলো কেড়ে নিয়ে অন্ধকারে আচ্ছাদিত করে,
চালাতে চেয়েছে তাদের তাণ্ডব লীলা।
প্রদীপের তেল কেড়ে নিয়ে ডেকে আনতে চাইছিলো ঘোর অন্ধকার ; যাতে করে তাদের পরিহিত মুখোশ
কখনো খুলে গেলেও কেউ কোনদিন তাদের কদাকার মুখাবয়ব চিনতে না পারে,
জানতে না পারে কুৎসিত মানসিকতা।
কিন্তু আমিতো আলোর ব্যাপারী; কিভাবে প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় , কেমন করে তেল মজুত রাখতে হয় ;তার কৌশলতো আমার জানা।
তাই নিত্য কৌশলে তেল ঢেলে
শত ঝড়ের আঘাতেও প্রদীপটা জ্বেলে রেখেছি।
মাঝে মাঝে ভয় হয়; ভবিষ্যৎ অনুজরা কি
এই কৌশল রপ্ত করতে পারবে?
পারবে কি ভয়ংকর শকুন আর দাঁড়কাক হতে
জ্বেলে রাখা প্রদীপটার আলোর বিচ্ছুরণ রক্ষা করতে।