বেদনার নীল গাঢ় হতে হতে কালচে হয়ে
অন্ধকারের মতো গ্রাস করছে জীবন,
মারছে ভয়াল থাবা!
মস্তিষ্ক গিলে খেয়ে অন্তরে ক্ষতবিক্ষত
আঁচড় কেটে দিয়ে,
করছে রাহুরা উৎসব!
সব রং গিলে হিজিবিজি একটা ভয়ংকর
বিভীশিখাময় আলোকসজ্জায়!
কালচে রঙের পোশাকে
কি বিশ্রী অন্ধকার কানাগলির মতো
নিষিদ্ধ এক যাত্রায়,
দেহের ক্ষুধা মিটাতে করছো রাজউৎসব!
ওখানে সব কিছুই নিষিদ্ধ তা সত্ত্বেও
কেন ওপথে গমন পথিক?
কি সুখ পাও? সব মায়া হেলা করে
মিছে আলেয়ার পথে পা বাড়িয়ে!