নিরবশূন্যের ঝড়ো অচেতন কালমুখো হানছে
স্বপ্নজালের ছিন্ন তন্তু অতীতের পানে হানছে
বিষণ্ণ আশার শেকড় আজ মৃত্তিকায় হানছে
ভেবেছিলাম স্বর্ণযুগ আসবে নবীন প্রভাতে
চৌদ্দশ' বছর পিছন দিকে ধাবমান অন্ধ রাতে
অসভ্যতার কুহেলিকায়, বিবেকহীন পথচলা...
কৃষ্ণচূড়ার ছায়াতলে বিশ্বাসগুলো ভাঙছে
নীলাকাশের তারাগুলি অশ্রুবিন্দু ঝরাচ্ছে
অন্তরীণ স্বাধীনতার স্বপ্ন এখন মরছে
অসহিষ্ণু হায়েনাদল গর্জে ওঠে নিঃশব্দে
সংখ্যালঘু জনতার স্বর কোথাও যেন হারাচ্ছে
বিষণ্ণ আশার শেকড় আজ মৃত্তিকায় হানছে