বৈদ্যুতিক মেঘে ভেসে আসে
অসংলগ্ন বার্তা
আমরা সবাই একটু বিচিত্র, জীবনও তাই
আমরা সবাই একটু বিচিত্র, জীবনও তাই।
তুমি কি শুনতে পাও?
দুটি রোবট নীল-সবুজ নাও
ভাসছে মনের জলে
কথা হবে তোমার-আমার অবচেতনে।
সেই অদ্ভুত মিলন কি মনে আছে?
বৈদ্যুতিক মেঘে ভেসে আসে
অসংলগ্ন বার্তা
আমরা সবাই একটু বিচিত্র, জীবনও তাই
আমরা সবাই একটু বিচিত্র, জীবনও তাই।