সত্য কহি, অন্য কিছু কব না।
হে রাজন, ধর্মপাল,
যে ভোজনশালাগুলি গোহত্যা বর্জিত,
তাহাদের উপর ক্রোধ কেন এত?
ইহা সত্য যে, এই বঙ্গদেশে কিছু
ধর্মন্মত্ত উন্মত্ততা সৃষ্টি করে।
আমাদের শাস্ত্রে অহিংসা পরম ধর্ম,
তবু কেন এই হিংস্র আস্ফালন?
হে রাজন, ধর্মপাল,
'আস্ফালন' অর্থ বলা কঠিন,
সহজ করিয়া যদি বলিতে হয়,
তবে বলিব—এ শক্তি-প্রদর্শন।
যাহা হউক, আশা ছিল সহাবস্থান
সকলের হৃদয়ে স্থান পাইবে,
প্রতিদিন প্রভাতে নবীন আলোকে
শান্তি ও প্রীতির বার্তা ধ্বনিবে।
কিন্তু তাহা হইতেছে কই?
আমি শুধু আতঙ্কের ছায়া দেখি,
নীরবে অশ্রুবারি শুধু ফেলি।
হে রাজন, ধর্মপাল,
এই অপেক্ষা কঠিন সময়
আমাদের আর কখনো আসে নাই।